শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
Led03রাজনীতি

নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীর মিলাদে শরিক হতে সেলিম ওসমানের আহ্বান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারের সদস্য নারায়ণগঞ্জ-৫ আসনের চার বারের নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (৩০ এপ্রিল)।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের ন্যায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন পরিবারের সদস্যরা।

মঙ্গলবার বাদ আছর বন্দরে পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকায় অবস্থিত নাসিম ওসমান মডেল হাইস্কুল মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

মরহুমের রাজনৈতিক সহকর্মী, আত্বীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করার জন্য এক বিজ্ঞপ্তিতে অনুরোধ করেছেন তার ছোট ভাই নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৮ এপ্রিল চিকিৎসার জন্য নাসিম ওসমানকে ভারতে নিয়ে যাওয়া হয়। দিল্লিতে চিকিৎসা নেওয়ার পর তিনি দেরাদুন যান। সেখানে একটি আবাসিক হোটেলে অবস্থানকালে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি ৩০ এপ্রিল, ২০১৪ সালে মারা যান।

RSS
Follow by Email