রবিবার, ডিসেম্বর ১৫, ২০২৪
ফতুল্লারাজনীতিসিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জ-৪ আসনে ৯ জনের মনোনয়ন বৈধ, ২ জ‌নের বা‌তিল

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৯ জনের বৈধ ও ২ জ‌নেরটা বা‌তিল করা হ‌য়ে‌ছে।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক এ তথ্য জানান।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ):
বৈধ হ‌য়ে‌ছে-
১. শামীম ওসমান (আওয়ামী লীগ)
২.মো. সৈয়দ হোসেন (সমাজতান্ত্রিক দল জাসদ)
৩.মো. আলী হোসেন (তৃণমূল বিএনপি)
৪.মো. মূরাদ হোসেন জামাল (জাকের পার্টি)
৫.মো. ছালাউদ্দিন খোকা (জাতীয় পার্টি)
৬.মো সেলিম আহ‌মেদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি)
৭.মো. হাবিবুর রহমান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ)
৮.মো. শহীদ উন নবী (ন্যাশনাল পিপলস পার্টি)
৯.গোলাম মোর্শেদ রনি (বাংলাদেশ কংগ্রেস)

বা‌তিল হ‌য়ে‌ছে-
১০.মো. রাশেদুল ইসলাম (স্বতন্ত্র)**১% ভোটার তা‌লিকায় প্রবাসীর নাম, ২জন ভোটারের স্বাক্ষর জা‌লিয়া‌তি
১১. কাজী দেলোয়ার হোসেন (স্বতন্ত্র)** ফর্ম স‌ঠিক ভা‌বে পুরন ক‌রে‌নি, ও ১% ভোটারের স্বাক্ষর দি‌তে পা‌রে নি।

RSS
Follow by Email