শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪
জেলাজুড়েফতুল্লারাজনীতিসিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জ-৪ আসনে ভোটযুদ্ধে বিরাট ব্যবধানে এগিয়ে শামীম ওসমান

লাইভ নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে এখন পর্যন্ত বিপুল ভোটে এগিয়ে আছেন আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী একেএম শামীম ওসমান।

রবিবার (৭ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়, প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী ২৩১টি কেন্দ্রের মধ্যে ৬৩টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে। সেই হিসাব অনুযায়ী এমপি শামীম ওসমান পেয়েছেন ৬১,০২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী জাকের পার্টি (গোলাপ ফুল) প্রার্থী মুরাদ হোসেন জামাল ভোট পেয়েছেন মাত্র ২৪৯৭টি।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটপ্রদান শুরু হয় রবিবার সকাল ৮টা থেকে। বিকেল ৪টায় ভোটগ্রহণ প্রক্রিয়া শেষের পর থেকে ভোট গণনা চলছে।

RSS
Follow by Email