সোমবার, অক্টোবর ১৪, ২০২৪
আড়াইহাজাররাজনীতি

নারায়ণগঞ্জে ১২ ঘন্টায় বিএনপির ৪৪ নেতাকর্মী গ্রেফতার

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ১২ ঘন্টায় আরও ৪৪জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ অক্টোবর) রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলা ও মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিএনপি নেতাদের দাবি, ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই আমাদের নেতাকর্মীদের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে যাচ্ছে। কয়েকদিনে আমাদের প্রায় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

তবে পুলিশ বলছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা জানান, এপর্যন্ত ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। যারা পরোয়ানাভুক্ত আসামি তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে।

RSS
Follow by Email