বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
Led03ফতুল্লা

নারায়ণগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযানে ৫ হাইড্রোলিক হর্ন জব্দ, জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।
অভিযানে ৫টি হাইড্রোলিক হর্ন জব্দের পাশাপাশি প্রায় ১০ হাজার টাকা জরিমানা করেছেন অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের লামাপাড়া এলাকায় সোমবার (২৪ জুলাই) এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্বদেন নারায়ণগঞ্জ জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরা মনি। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাগণ।

জরিমানা গুনা পরিবহন গুলো হলো যাত্রীবাহী বাস মৌমিতার (ঢাকা মেট্টো-ব-১১৫০) ও পূণ্যবাহী ট্রাক (ঢাকা মেট্টো-ট-১৪-৬০৮৬)।

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ১৫(২)/শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী অভিযান পরিচালনা করে ২টি যানবাহনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

তিনি বলেন, নারায়ণগঞ্জে শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

RSS
Follow by Email