সোমবার, ডিসেম্বর ২, ২০২৪
Led02ফতুল্লা

ফতুল্লায় আবারো বাসে আগুন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় এবার ‘আল্লাহ ভরসা’ নামের পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁনমারি এলাকায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ভবনের সামনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ রানা জানান, পার্কিং করা অবস্থায় আল্লাহ ভরসা পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ল ১৪-১৬৮৬) কে বা কারা আগুন দিয়েছে। এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে অভিযান চলছে। বাসটি আগুনে পুড়ে গেলেও হতাহতের ঘটনা ঘটেনি।

আগে, রবিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সিদ্ধিরগঞ্জে গোদনাইল ইউনিয়নের দুই নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডে নাফ পরিবহনের একটি বাস আগুনে পুড়ে যায়। বাসটি রাস্তার পাশে পার্কিং করা ছিল। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আদমজী ইপিজেড স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

RSS
Follow by Email