শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
Led05অর্থনীতি

নভেম্বর মাসের জন্য এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

লাইভ নারায়ণগঞ্জ: ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। চলতি নভেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ টাকা কমিয়ে রাখা হয়েছে ১৪৫৫ টাকা।

মঙ্গলবার (৫ নভেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এ নতুন এ দাম ঘোষণা করে।

নিয়ন্ত্রক এ সংস্থার ঘোষণাকৃত দাম আজ (মঙ্গলবার) সন্ধ্যা থেকেই কার্যকর হবে বলে জানানো হয়। তবে এর আগের মাসে (অক্টোবর) মাসেই এলপিজি গ্যাসের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৪৫৬ টাকা।

RSS
Follow by Email