মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
জেলাজুড়েরাজনীতিসদর

নবাগত এসপির সাথে বিএনপির সাক্ষাৎ

লাইভ নারায়ণগঞ্জ: নবাগত জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারের সাথে সাক্ষাৎ করেছে নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দরা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় কেন্দ্রীয়, জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা এতে অংশ নেন। সাক্ষাৎকালে নানা বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, বৈঠকে বিভিন্ন থানা পর্যায়ের অভিযোগ তুলে ধরা হয়। পুলিশের বিভিন্ন থানায় দীর্ঘদিন কর্মরত বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠে আসে। এসব অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এসপি। এসব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ ও আশ্বাস দেন তিনি। এর মধ্যে ফতুল্লা ও আড়াইহাজার থানাসহ কয়েকটি থানার একাধিক কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ শুনে সেখানেই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে দেন এসপি।

RSS
Follow by Email