শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪
ক্রীড়াজেলাজুড়েসোশ্যাল মিডিয়া

নবম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার ফলাফল প্রকাশ

লাইভ নারায়ণগঞ্জ: প্রকাশিত হয়েছে নবম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ২০২৩’র ফলাফল। প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে ৮ মার্চ বিকেল তিন টায় ঢাকার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) এক বার্তায় লাইভ নারায়ণগঞ্জকে এ তথ্য জানানো হয়।
বার্তায় আরও উল্লেখ করা হয়, প্রতিযোগিতায় সারাদেশ থেকে চিত্রাঙ্কনে ৮৫০ এবং রচনায় ৩০০ প্রতিযোগী অংশ গ্রহণ করেছে। চিত্রাঙ্কন ও রচনার প্রতিটি বিষয়ে ‘ক’,‘খ’ ও ‘গ’ তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটির প্রথম
স্থান অধিকারিদেরকে ‘ত্বকী পদক’ প্রদান করা হবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারিদেরকে বিশেষ ক্রেস্ট, বই ও সনদ প্রদান করা হবে এবং সেরা দশ জন প্রতিযোগীকে ক্রেস্ট, বই ও সনদ প্রদান করা হবে। উভয় বিষয়ের প্রতিটি বিভাগের
সেরা ১০ জনের ছবি ও লেখা নিয়ে প্রকাশিত হবে একটি সুশোভিত স্মারক “ত্বকী”।

ফলাফলে উল্লেথ করা হয়, প্রতিযোগিতায় “ক” বিভাগে ‘আমার শৈশব’ বিষয়ে রচনায় প্রথম হয়ে ‘ত্বকী পদক’ পেয়েছে মোঃ সাজিদুর রহমান নাফি (পটুয়াখালী), দ্বিতীয় কথা ইসলাম (ঢাকা), তৃতীয় শাফিন উদ্দীন আহম্মেদ (নারায়ণগঞ্জ)। সেরাদশ হয়েছে সপ্তদীপা পাল গুপ্তা (ঢাকা), মোঃ মুবতাসিম (ঢাকা), নাফিম হায়াত (বগুড়া), শ্রেয়সী চৌধুর (ঢাকা), রাফিজা আক্তার এশা (নারায়ণগঞ্জ), গল্প ইসলাম (ঢাকা), মোঃ সাদজামান (নারায়ণগঞ্জ)। “খ” বিভাগে ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখি’ শিরোনামে রচনায় প্রথম হয়ে ‘ত্বকী পদক’ পেয়েছে অপূর্বা জাহান (বরিশাল), দ্বিতীয় আরণ্যক পাল প্রাচুর্য (রংপুর), তৃতীয় আনিশা সান্তনি (ঢাকা)। সেরাদশ হয়েছে আবদুর রহমান দিয়ান (বগুড়া), এস.এম. রাইয়ান তাওসীফ (ঢাকা), ফাহিম তানজীম (কুষ্টিয়া), সুরাইয়া সালাহউদ্দিন (রংপুর), মোঃ মুসতাকিম (গাইবান্ধা), মোঃ তানভীর আহমেদ সামি (নরসিংদী), ফারবিন ফাইজা (ঝিনাইদহ)। “গ” বিভাগে ‘ত্বকীকে নিয়ে রচনা’য় প্রথম হয়ে ‘ত্বকী পদক’ পেয়েছে মোঃ ফাহাদ হোসেন ফাহিম (নারায়ণগঞ্জ), দ্বিতীয় প্রিয়ন্তী আমিন পিউ (নারায়ণগঞ্জ), তৃতীয় মোছাঃ সাদিয়া শারমিন প্রমি (রংপুর)। সেরাদশ হয়েছে পূজা পাল (চট্টগ্রাম), অশেষ লস্কর (যশোর), আসিফ আল মাহমুদ (চট্টগ্রাম), মোসাঃ ফাতেমা আক্তার তোয়া (বরিশাল), মুহাম্মদ আবদুর রহমান (ঢাকা), কামিল আহমদ (সিলেট), মোঃ নাসিম আলী (পাবনা)।

চিত্রাঙ্কন “ক” বিভাগে প্রথম হয়ে ‘ত্বকী পদক’ পেয়েছে বিদ্যার্থী ঘোষ (ঢাকা), দ্বিতীয় নওশীন সাইয়ারা (ঢাকা), তৃতীয় আয়াত আফসিন (ঢাকা)। সেরাদশ হয়েছে নুবাইরা চৌধুরী অহনা (ঢাকা), আবরার হোসেন এলান (নারায়ণগঞ্জ), আতহার
ইসলাম আযান (নারায়ণগঞ্জ), আফিয়া আয়েশা (ঢাকা), আরহাম ইসলাম (ঢাকা), আরুশি হাসনাত (ঢাকা), আকলিমা কাদির (ঢাকা)। “খ” বিভাগে প্রথম হয়ে ‘ত্বকী পদক’ পেয়েছে জায়ান দেওয়ান (ঢাকা), দ্বিতীয় নাবিহা কিবরিয়া সানা (ঢাকা), তৃতীয় এম.এস নাহিয়ান (ঢাকা)। সেরাদশ হয়েছে মো: হামিম উজজামান (বগুড়া), রাঈদা ওয়াফিয়াহ রহমান (ঢাকা), মো: আবু আল লাবিব (ঢাকা), জুন অরণ্য রায় (ঢাকা), সপ্তক দাশ উৎস (ঢাকা), এলিজা আফরিন রহমান (ঢাকা), নির্বাণ পাল রণিত (ঢাকা)। “গ” বিভাগে প্রথম হয়ে ‘ত্বকী পদক’ পেয়েছে স্বস্তি চৌধুরী (নারায়ণগঞ্জ), দ্বিতীয় অর্ক সাহা (বগুড়া), তৃতীয় আরণ্যক পাল প্রাচুর্য (রংপুর), সেরাদশ হয়েছে নাফিশ শাহরিয়ার নিশাত (বগুড়া), ফাইয়াজ রহমান রূপান্তর (বগুড়া), তাসফিয়াহ সাদিয়া (বগুড়া), নুরাইজ সাবা হাসান হিয়া (নারায়ণগঞ্জ), হুমায়রা জান্নাত নিহা (বগুড়া), সানজিদা তাবাচ্ছুম (ঢাকা), মাহজাবিন হোসনে সাদিক (বগুড়া)।

প্রতিযোগিতায় চুড়ান্ত পর্বে বিচারক ছিলেন রচনায় ড. হায়াৎ মামুদ, রফিউর রাব্বি ও ফিরোজ আহমেদ। চিত্রাঙ্কনে ছিলেন রফিকুন নবী, জাহিদ মুস্তাফা ও অশোক কর্মকার।

RSS
Follow by Email