বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
জেলাজুড়েফতুল্লা

নতুন প্রজন্মদের কাছে ইতিহাস পৌছালেই সোনার বাংলাদেশ পাবো : ডিসি

লাইভ নারায়ণগঞ্জ: জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, নতুন প্রজন্মদের কাছে মুক্তিযোদ্ধের ইতিহাস তুলে ধরতে হবে। যদি তাদের কাছে ইতিহাস পৌছানো যায় তাহলে হয়তো বঙ্গবন্ধু যেমন সোনার বাংলা চেয়েছিলেন তেমন দেশ পেতে পারি।

রবিবার (২৫ মার্চ) বিকালে ফতুল্লার পঞ্চবটি ফাজেলপুর এলাকায় বধ্যভূমিতে শহীদদের স্মরণে এক আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় জেলা প্রশাসক আরও বলেন, যারা স্বাধীনতার পক্ষে কথা বলতো তাদের নির্বিচারে হত্যা করা হতো। বাংলাদেশে অনেকগুলা বধ্যভূমি রয়েছে। সেই সকল নিহতদের আত্মত্যাগের বিনিময়ে আমরা সোনার বাংলা পেয়েছি। মুক্তিযোদ্ধারা কিভাবে তাদের সঙ্গে ঘটে যাওয়া দুঃসহ স্মৃতি ৫৩ বছর বয়ে বেড়াছে তা আমার মনে হলে শিহরিত হই। স্যালুট জানাই মুক্তিযোদ্ধাদের।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) দেদারুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, জেলা ডেপুটি কমান্ডার এড. নুরুল হুদা, সদর উপজেলা সাবেক কমান্ডার শাহজাহান ভূঁইয়া জুলহাস, বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) শফিকুল আলম, এনায়েতনগর ইউনিয়ন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সবুজ, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সহ অসংখ্য বীর মুক্তিযোদ্ধাগণ।

RSS
Follow by Email