সোমবার, নভেম্বর ১১, ২০২৪
সদর

নগরীর ৮ পূজা মন্ডপে রোটানিয়ান দিদারের আর্থিক অনুদান প্রদান

লাইভ নারায়ণগঞ্জ: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে, রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির পক্ষে বিভিন্ন পূজা মন্ডপে আর্থিক অনুদান দিয়েছেন রোটারিয়ান দিদার খন্দকার। শনিবার (৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায় দেওভোগ জান্নাত কনভেনশন হলে আর্থিক অনুদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির প্রেজেক্ট চেয়ার দিদার খন্দকার। আরও উপস্থিত ছিলেন গণসংতি আন্দোলন মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভারসিটি‘র ক্লাব চার্টাার্ড প্রেসিডেন্ট কামরুল হাসান, ক্লাব প্রেসিডেন্ট মশিউর রহমান, ক্লাব সেক্রেটারী এড. ধনঞ্জয় গুহ জয়, ক্লাব ভাইস প্রেসিডেন্ট মামুনুর রহমান, ক্লাব সদস্য মির্জা আনিসুর রহমান মুকুল, ক্লাব সদস্য শাহিনা বেগম।

এসময় রোটারিয়ান দিদার খন্দকার বলেন, এবছর ৮টি পূজা মন্ডপে আর্থিক অনুদান দিয়েছি। আমি সমস্ত সনাতন ধর্মাবলম্বীদের কাছে আহ্বান জানাবো, আপনারা নির্ভয়ে-নির্বিঘ্নে আনন্দ উপভোগ করুন। শারদীয় দুর্গোৎসবে স্বাধীনভাবে আনন্দ করুন। আমরা আপনাদের পাশে আছি, আমার সংগঠনের প্রতিটি কর্মী পূজা মন্ডপে পাহাড়া দিবে। আমাদের দেশ একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এর মধ্যে অনেকেই নিজের স্বার্থ হাসিল করতে, বিশৃঙ্খলা তৈরীর চেষ্টা করছে। আমরা বলতে চাই, আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ আমরা সকলেই বাংলাদেশি। এক থালায় আমরা ভাত খাই। তাই আপনারা নির্বিঘ্নে পূজার আয়োজন করুন।

RSS
Follow by Email