শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
রাজনীতি

নগরীতে প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী শ্রমিক আন্দোলনের র‌্যালি

লাইভ নারায়ণগঞ্জ: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে এক র‌্যালির আয়োজন করেছে মহানগর ইসলামী শ্রমিক আন্দোলন। শুক্রবার (২৫ অক্টোবর) বাদ জুম’আ নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে এ র‌্যালির আয়োজন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র-শ্রমিক জনতার গণ বিপ্লবে সংগঠিত বিচার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণ, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমজীবী মেহনতী অধিকার বাস্তবায়নের দাবীতে এ র‌্যালি অনুষ্ঠিত হয়।

এসময় সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি হাবিবুল্লাহ হাবিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মোস্তফা কামাল কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী জেনারেল, আরও উপস্থিত ছিলেন মুফতি মুহাম্মাদ মাসুম বিল্লাহ সভাপাতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর।

মোস্তফা কামাল বলেন, পতিত সরকারের দোসররা বিভিন্ন জায়গায় সংগঠিত হয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। বিভিন্ন প্রশাসনে বসে তারা দেশবিরোধী চক্রান্তে লিপ্ত। বিভিন্নবাজার সিন্ডিকেটে জড়িত থেকে বাজারে বিশৃঙ্খলা করে উত্তপ্ত করছে। আপনাদের সাথে পুরো দেশের ১৮ কোটি মানুষের ম্যান্ডেট রয়েছে। আপনারা দুর্বল নন। আপনারা আরও কঠোর হোন। ফ্যাসিবাদ নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার নাগালে রাখুন। সিন্ডিকেটের বিরুদ্ধে সাড়াশি অভিযান পরিচালনা করুন।

RSS
Follow by Email