বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led05জেলাজুড়েরাজনীতিসদর

নগরীতে জাকির খানের মুক্তির দাবিতে বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। রবিবার (১১ আগস্ট) দুপুরে নগরীর ডিআইটি এলাকা থেকে নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে আদালত চত্তরে গিয়ে জাকির খান মুক্তির দাবিতে নানা স্লোগান দেয় তারা।

এসময় জেলা বিএনপির সাবেক আহবায়ক মনিরুল ইসলাম রবি জানায়, জাকির খান কারাগারে রয়েছে। এই সংকটময় সময়ে তাকে নারায়ণগঞ্জবাসীর প্রয়োজন। তাই এই সরকারের কাছে তার মুক্তির দাবি জানাতে নেতাকর্মী বিক্ষোভ করছে।

প্রসঙ্গত, দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে আজ জাকির খানকে আনা হয়নি। আগামী ২৫ আগস্ট পরবর্তীদিন ধায্য করেছে আদালত।

RSS
Follow by Email