শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
Led05ধর্ম

নগরীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: জাতীয় সংসদ নির্বাচনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে করার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের ডিআইটি মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে চাষাঢ়া এসে শেষ হয়।

এ সময় অবিলম্বে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাবস্থা করার দাবী জানান। এ সময় ইসলামি আন্দোলনের কয়েক হাজার নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ জানান, মিছিলটি শহরের ডিআইটি এলাকা থেকে শুরু হয়ে চাষাঢ়ায় গিয়ে শেষ হয়। আমাদের দাবি একটাই আর এটা শুধু আমাদের নয় পুরো জাতির দাবি। দ্রুত এ দাবি মানতে হবে।

RSS
Follow by Email