বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
জেলাজুড়েপরিবহনসদর

ধলেশ্বরীতে ভোরে নিখোঁজ ৩ জন, চলছে উদ্ধারকাজ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর এলাকায় ধলেশ্বরী নদীতে একটি ঢাকাগামী লঞ্চের ধাক্কায় ট্রলার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারডুবির পর বেশ কয়েকজনকে উদ্ধার করা হলেও এখনও ৩ জন নিখোঁজ রয়েছে।

পহেলা জানুয়ারি (সোমবার) ভোর ৬টা নাগাদ এই ঘটনা ঘটে । লাইভ নারায়ণগঞ্জকে এই তথ্য নিশ্চিত করেন বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর আব্দুল্লাহ আল মামুন । তাদের উদ্ধারকাজে ফায়ার সার্ভিস , কোশটগার্ড, বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ তৎপরতা চালাচ্ছে।

তার বক্তব্য অনুযায়ী, ভোরের কুয়াশাচ্ছন্ন অবস্থায় ঢাকাগামী লঞ্চটি ট্রলারকে ধাক্কা দেয়। নিখোঁজ ৩ জন হলেন সেলিম মোল্লা (৪৫), জালাল (৫০) ও বাবুল (৫০)। নিখোঁজের পরিবারের কেউ এখনও লিখিত অভিযোগ করেননি।

RSS
Follow by Email