বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
Led03জেলাজুড়েফতুল্লারাজনীতি

দেলপাড়ায় সাইদ আহত, শামীম-সেলিম-আইভীসহ ৮৯ জনের নামে মামলা

লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে সাইদ আহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক এমপি শামীম ওসমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার (৭ সেপ্টেম্বর) ফতুল্লা থানায় আহত মো. সাইদ (চাঁদ মিয়া) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি শামীম ওসমান ও সেলিম ওসমান, সাবেকর এনসিসি মেয়র সেলিনা হায়াৎ আইভী, এমপির শ্যালক তানভীর আহমেদ টিটুসহ ৮৯ জনকে আসামি করা হয়েছে। সেই সাথে মামলায় ১১০-১২০ জন আসামি করা হয়েছে।

এজহারে মো. সাইদ উল্লেখ করেন, ১৯ জুলাই ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের দেলপাড়ায় এসবি গার্মেন্টেস এর সামনে আওয়ামীলীগ ও অন্য সংগঠনের সহ সদস্যরা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, রিভালভার, পিঞ্চন, কাটা রাইফেল, রাম দা, চাপাতি, হকিস্টিক, চাইনিজ কুড়াল, তলোয়ার, লগিবৈঠাসহ সজ্জিত হয়ে বৈষম্যবিরোধী নিরিহ ছাত্র-ছাত্রীদের উপর হামলা করে। এ.কে.এম শামিম ওসমানের ও টিটুর নির্দেশে তাদের হাতে থাকা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং অনবরত গুলি বর্ষণ করতে থাকে এবং ছাত্র-ছাত্রীদের তাদের সুষ্ঠ ও ন্যায় দাবি থেকে বিতারিত করার জন্য গুলিবর্ষন করেয়া ঘটনাস্থল হইতে উৎখাত করার চেষ্টা করে। উক্ত সময় স্থান অতিক্রম করাকালে কুখ্যাত সন্ত্রাসী অয়ন ওসমানের হাতে থাকা অস্ত্র দিয়ে আমাকে লক্ষ করিয়া ডান পায়ে গুলি করিলে গুলি বিদ্ধ হই। এ ঘটনায় স্থানীয় লোকজন এবং ঘটনা স্থলে মিছিলে থাকা অজ্ঞাত নামারা উক্ত ঘটনা প্রত্যক্ষ করেন। আমাকে প্রোএক্টিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আমি চিকিৎসাধীন অবস্থায় আছি।

মামলায় আসামিরা হলেন,

১। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী,
২। আসাদুজ্জামান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
৩। এ.কে. এম শামীম ওসমান, সাবেক সংসদ সদস্য, পিতা- মৃতঃ শামসুজ্জোহা,
৪। সেলিম ওসমান, সাবেক সংসদ সদস্য, পিতা- শামসুজ্জোহা,
৫। তানভীর হাসান টিটু, পিতা- যারা সাহা গুনারাইনদেীন আহমেদ, সভাপতি নারায়নগঞ্জ ক্লাব, (শামীম ওসমানের শ্যালক)। সাং- জামতলা, ফতুল্লা, নারায়নগঞ্জ।
৬। সেলিনা হায়াত আইভি (সাবেক এনসিসি মেয়র)
৭। এনসানুল হক নিপু, সাবেক সভাপতি নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগ, পিতা- একলাছ উদ্দিন আহম্মেদ, সাং- ১৩/১, শেরেবাংলা সড়ক, মাজদাইর, ফতুল্লা, নারায়নগঞ্জ।
৮। শাহ নিজাম, যুগ্ম সম্পাদক, নারায়নগঞ্জ মহানগর আওয়ামীলীগ।
৯। শাহাদাত হোসেন সাজনু, মহানগর যুবলীগ সভাপতি।
১০। সাইফুল্লাহ বাদল, সভাপতি ফতুল্লা থানা আওয়ামীলীগ।
১১। মোঃ কাজল (আওয়ামীলীগ নেতা), পিতা- অজ্ঞাত, সাং- চাষাড়া,
১২। সাব্বির আহমেদ জুলহাস, পিতা- মৃত নবী উল্লাহ, সাং- ভূইগড় পূর্বপাড়া, ফতুল্লা, নারায়নগঞ্জ।
১৩। নাজিম উদ্দিন, পিতা- মৃত আফতাবউদ্দিন, সাং- ভূইগড়, পূর্বপাড়া।
১৪। জামাল শেখ, যুবলীগ নেতা, পিতা- সাহেদ আলম ৩৭ পেনাল কোড শেখ, সাং- ভূইগড়, সাইনবোর্ড।
১৫। মোঃ রাফি (২০), পিতা- মৃত। সেকান্দার আলী, সাং- ভূইগড়, প্রস/৬ দিৎ পশ্চিম পাড়া,
১৬। হাফেজ মামুন তালুকদার, উলামালীগ সদস্য, পিতা- অজ্ঞাত, সাং- ভূইগড়, কাজীপাড়া জামে মসজিদ।
১৭। আলমগীর হোসেন, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক,
১৮। আবু তাহের, ১ নং ওয়ার্ড সভাপতি, সাং- মামুদপুর বাস স্ট্যান্ট সংলগ্ন।
১৯। এস.এম লিটন, পিতা- রুজু করা হইল। মানিক চাঁন,
২০। সজীব ডাকাত, পিতাঃ মৃত আজার হাজী। উভয় সাং- ভূইগড় পশ্চিম পাড়া।
২১। সানি, পিতা- অজ্ঞাত, শ্রমিক লীগ নেতা,।
২২। পায়েল ভূইয়া, ছাত্রলীগ নেতা, পিতা- মৃত সালাউদ্দিন ভূইয়া। প্রতুল্লা আমল খালা, নারায়ণঞ্জ, মিজমিজি, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ।
২৩। মোস্তফা জামাই, পিতা- মোজাম্মেল, সাং- ভূইগড়, কড়ইতলা
২৪। মো. হাসিব, ছাত্রলীগ নেতা, পিতা- বিল্লাল, সাং-ভূইগড়
২৫। রুহুল আমিন (আওয়ামী লীগ নেতা ১নং ওয়ার্ড)
২৬। ইয়াসিন হাজী, সাধারণ সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ, পিতা- মৃত মফিজ উদ্দিন, মিজমিজি, থানা-সিদ্ধিরগঞ্জ
২৭। রাজ্জাক চিশতি, পিতা- মৃত রহমান আলী, সাং- ভূইগড়।
২৮। নোমান বেপারী, পিতা- আঃ রব বেপারী।
২৯। ইসমাইল ফরাজী, পিতা- কাদের ফরাজী। উভয় সাং- শান্তিধারা।
৩০। আনোয়ার হোসেন মানিক, আওয়ামীলীগ নেতা, পিতা- অজ্ঞাত, সাং- তুষারধারা, ভূইগড়।
৩১। কাজী রফিক, পিতা- অজ্ঞাত, সাং- ৬ নং রোড শান্তিধারা।
৩২। ভাঙ্গারী রাজ্জাক, পিতা- অজ্ঞাত, সাং- শান্তিধারা।
৩৩। আমির হোসেন সাগর, পিতা- অজ্ঞাত, সাং- মাহমুদপুর।
৩৪। রিপন, পিতা- মৃত নবীউল্লাহ, স্যা- ভূইগড়।
৩৫। মোঃ শাহ আলম, পিতা- আবুল হোসেন, সাং- ভূইগড়, পশ্চিমপাড়া।
৩৬। মোঃ জসিম, পিতা- মৃত আলী আকবর, সাং- দুইগড় পশ্চিমপাড়া।
৩৭। রফিক সাউদ, ছাত্রলীগ নেতা, পিতা অজ্ঞাত, সাং- ভূইগড় পুরানবাজার।
৩৮। শফিকুল, পিতা- মৃত আলফা, সাং- ভূইগড়, মিয়াজুদ্দিন মার্কেট।
৩৯। সুমন মাহমুদ, পিতা- আকরাম আলী, সাং- ভূইগড়, কড়ইতলা।
৪০। মোঃ নুরুল ইসলাম খন্দকার, যুবলীগ নেতা, পিতা- মৃত লতিফ খন্দকার, সাং- ভূইগড় খন্দকারবাড়ি।
৪১। রাকিব, যুবলীগ নেতা, পিতা- আব্দুর রশিদ। সাং- দেলপাড়া।
৪২। জাহিদুল ইসলাম, পিতা- ইউসুফ, সাং- পিলকুনি, ফতুল্লা, নারায়নগঞ্জ।
৪৩। জয়নাল, পিতা- রহিম, সাং- ৫৬ এস এ মালেহ রোড, টানবাজার, নারায়নগঞ্জ।
৪৪। হুমায়ন মিয়া (২২), পিতা- কালু মিয়া, সাং- ভূইগড়, করস্থান সংলগ্ন।
৪৫। আলাউদ্দিন হাউলাদার, সাবেক মেম্বার ৫ নং ওয়ার্ড। পিতা অজ্ঞাত। সাং- কুতুবপুর।
৪৬। সাকিল গাজী, পিতা- আমিন গাজী, সাং- ভূইগড়, বাসস্ট্যান্ড।
৪৭। কাউছার আহমেদ পলাশ, শ্রমিকলীগ নেতা, পিতা- অজ্ঞাত, সাং- আলীগঞ্জ।
৪৮। সোহেল, আওয়ামীলীগ নেতা, পিতা- মুরু মিয়া, সাং- বটতলা, বউবাজার, নন্দলালপুর পাগলা।
৪৯। আলমগীর শরীফ(আওমীলীগ নেতা), পিতা- অজ্ঞাত, সাং- ভূইগড়, খোকান মার্কেট।
৫০। জাহাগীর মিয়া (মাচ্চা জাহাঙ্গীর), পিতা- অজ্ঞাত, সাং- ভূইগড় গিরিধারা।
৫১। মোঃ গোলাম রাব্বি প্রান্ত, সাবেক যুগ্ম সম্পাদক, নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগ, সাং- মাহমুদপুর, ভূইগড়।
৫২। মতিউর, পিতা- শহিদ মাতবর, সাং- মাহমুদপুর।
৫৩। মারুফ, পিতা- অজ্ঞাত, সাং- পশ্চিম পাড়া।
৫৬। নিজাম সাউদ, পিতা- মৃত আরব আলী সাউদ।
৫৭। আব্দুর আলিম (৫৫), পিতা- অজ্ঞাত, সাং- সানারপাড়, রহিম মার্কেট।
৫৮। জসিম মাহমুদ, পিতা- অজ্ঞাত। উভয় সাং- ভূইগড় পুরান বাজার।
৫৯। মোঃ জাহাঙ্গীর, আওয়ামীলীগ নেতা, পিতা- মৃত মোতালেব, সাং- ভূইগড়, ভূইয়ানগর সালাম,
৬০। মানিক মিয়া, তুষারধারা ইউনিটে যুবলীগ সভাপতি, পিতা- অজ্ঞাত, সাং- তুষারপাড়া।
৬১। অজুল ইসলাম, পিতা- অজ্ঞাত, সাং- শান্তিধারা ৬নং রোড।
৬২। রাজ্জাক ব্যাপারী, পিতা- মৃত আরব আলী।
৬৩। শাহাবুদ্দিন, পিতা- রাজ্জাক ব্যাপরী।
৬৪। সুরুজ ব্যাপারী, পিতা- রব ব্যাপারী। উভয় সাং- ভূইগড় শান্তিধারা
৬৫। কাজী নজরুল, পিতা- জয়নাল আবেদীন, সাং- ভূইগড়, কড়ইতলা।
৬৬। মোঃ ফিরোজ, সূত্রঃ যতুল্লা মাপেলতা- অজ্ঞাত, শান্তিধারা ৬নং রোড।
৬৭। রাসেল, পিতা- হারুন, সাং- তৃষাড়বারা।
৬৮। ফারুক, যুবলীগ খানার মামলা নেতা, পিতা- নুরুল ইসলাম। সাং-ভূইগড় পুরানবাজার।
৬৯। মোঃ মামুন রেজা, যুবলীগ সভাপতি, পিতা- মং৭ শরিয়া মৃত মোঃ মন্ডল, সাং- হাট বোয়ালীয়া, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা।
৭০। জসিম, আওয়ামীলীগ সভাপতি, কুতুবপুর, পিতা- মতিউর, সাং- নয়ামাটি।
৭১। মীর হোসেন মীরু ডাকাত, সেচ্ছাসেবকলীগ, পিতা- অজ্ঞাত, সাং- শাহীবাজার।
৭২। মিষ্টি শিবু, পিতা- ধনজয়, সাং- কামালপুর, ফতুল্লা।
৭৩। রাশেদুল ইসলাম রাজিব (৩৫), পিতা- রফিকুল ইসলাম, সাহেবপাড়া, নারায়ণগঞ্জ
৭৪। মো. মুজাহিদ মাঝি, নারায়নপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, পিতা- মৃত মোঃ আলী মাঝি। সাঃ- নারায়নপুর থানা- বেদেরগঞ্জ জেলা- শরীয়তপুর
৭৫। আব্দুল খালেক।
৭৬। আব্দুল মালেক।
৭৭। মোঃ আনোয়ার। উভয় পিতা- মৃত খবির উদ্দিন। সাং- মুন্সিবাগ, ফতুল্লা, নারায়নগঞ্জ।
৭৮। সালাউদ্দিন (যুবলীগ নেতা), পিতা আবু মিয়া, সাং- রগুনাথপুর,
৭৯। তানজিদ আহম্মেদ খান রিয়াজ (৪০), পিতা- মৃত রবিউল, সাং-রূপসী বাগবাড়ি, রূপগঞ্জ, নারায়নগঞ্জ
৮০। আব্দুল কালাম দিপু (৩৫)।
৮১। মারুফ আহমেদ অপি (২৬)। উভয় পিতা- আব্দুল হান্নন। সাং- দোয়েল, মাসুমপুর, সিলেট সদর, কোতয়ালী।
৮২। কাজী মাসুদ মুহুরী, পিতা- অজ্ঞাত, সাং- আলীগঞ্জ বড় মসজিদ সংলগ্ন।
৮৩। গোলাম রসুল, সাবেক চ্যায়ারম্যান, আওয়ামীলীগ সহসভাপতি, নারায়নগঞ্জ জেলা। সাং- নূরবাগ, কুত্ববপুর, ফারুল্লা।
৮৪। শিপন সিকদার, পিতা- সিকদার মোঃ মাহবুবুর রহমান হক, সাং- কুসুমবাগ, কুতুবপুর, ফতুল্লা।
৮৫। সারোয়ার হোসেন রাসেল (৪০), পিতা- রফিক মেম্বার, সাং- গন্দকপুর, রূপগঞ্জ, নারায়নগঞ্জ।
৮৬। আলী আহমদে, পিতা- মৃত মজম আলী, সাং- মোঃ নূরে আযম মিয়া, উত্তর, রূপসী, রূপগঞ্জ, নারায়নগঞ্জ।
৮৭। মোঃ দেওয়ান (৫৬), পিতা- মৃত মাছ দেওয়ান, সাং রূপগঞ্জ, অফিসার ইনচার নারায়সগঞ্জ।
৮৮। মোঃ মোশারফ হোসেন। পিতা- মৃত শামসুল হক ব্যাপারী, সাং- ৩২ নং মকবুল প্লাজা, ফতুল্লা মডেল খাদ্য, পাজামাতী তলা নতুন কোটের বিপরীত পাশে।
৮৯। মেও হাবু ভূইয়া (৪৭), পিতা- নাছির উদ্দিন ভূইয়া, ডগাইর, পশ্চিমপাড়া, ডেমরা, ঢাকা।

RSS
Follow by Email