বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led05জেলাজুড়েরাজনীতিরূপগঞ্জ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় বিএনপি নেতা আব্দুল মতিন বহিষ্কৃত

লাইভ নারায়ণগঞ্জ: দলের গঠনতন্ত্র পরিপন্থী, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় রূপগঞ্জ থানার তাড়াবো পৌর বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মতিন কমিশনারকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এর স্বাক্ষরিত এক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গঠনতন্ত্র পরিপন্থী, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, বিধি ভঙ্গের সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানার তারাবো পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন কমিশনারকে দলের সকল পদ পদবী থেকে স্থায়ী অব্যাহতি প্রদান করা হয়েছে। তার সাথে দলের কোন সম্পর্ক থাকবে না।

 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কোন দুষ্কৃতিকারীর কোন প্রকার অপকর্মের দায়দল নেবে না। আমরা আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। প্রশাসনের সকল পর্যায়ে সর্বাত্মক সহযোগিতায় আমরা সদা সচেষ্ট।

RSS
Follow by Email