বুধবার, অক্টোবর ৯, ২০২৪
Led04আড়াইহাজার

দলিল জাল করার অভিযোগে আড়াইহাজারে দলিল লিখক বরখাস্ত

আড়াইহাজার করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: দলিল জাল করার অভিযোগে এক দলিল লেখককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার অফিস থেকে রোববার (২০ আগষ্ট) এক চিঠিতে জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন জেলা রেজিস্ট্রার খন্দকার জামীলুর রহমান।

অভিযুক্ত দলিল লেখকের নাম মো. সোহেল ভূঁইয়া।

চিঠিতে দলিল রেজিস্ট্রির সময় জাল-বানোয়াট দলিল দাখিল ও দলিল লেখার ফরম্যাটের ২৯ নং কলাম অনুসরণ না করায় অসদাচরণের অভিযোগে দলিল লেখক সোহেলকে বরখাস্ত করা হয়।

পাশাপাশি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে জবাব পত্র দেয়ার জন্য দলিল লেখক সোহেলকে নির্দেশ দেয়া হয়।

এর আগেও তাকে কারণ দর্শানোর নোটিস প্রদান করা হয়েছিল। নোটিশের জবাব সঠিক না হওয়ায় রোববার তাকে সাময়িক বরখাস্ত করেন জেলা রেজিস্ট্রার খন্দকাল জামীলুর রহমান।

আড়াইহাজার উপজেলা সাব রেজিস্ট্রার আলী আজগর জানান, জাল দলিল ও দলিল লেখকদের বিরুদ্ধে কোন অনিয়মের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নিবেন জেলা রেজিস্ট্রার।

অভিযুক্ত দলিল লেখক সোহেল ভুইয়া এই ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।

RSS
Follow by Email