বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
জেলাজুড়েসোনারগাঁ

তুচ্ছ ঘটনায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

লাইভ নারায়ণগঞ্জ: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোনারগাঁয়ে স্থানীয় এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল তিনটায় উপজেলার প্রভাকরদী মাঝেরচর স্ট্যান্ডের সামনে ব্যাটারিচালিত অটোরকিশা চালকের সাথে তর্কের জেরে এ ঘটনা ঘটে৷

নিহত যুবলীগ নেতা হলেন, সোনারগাঁয়ের নোয়াগা ইউনিয়নের চরনোয়াগাও গ্রামের সুবেদ আলী ভূঁইয়ার ছেলে নজরুল ইসলাম ভূঁইয়া (৪০)৷ তিনি নোয়গাও ইউনিয়ন যুবলীগের সহসাধারণ সম্পাদক ছিলেন৷

এবিষয়ে নোয়াগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম বলেন, নজরুল ইসলাম রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার দিকে যাচ্ছিলেন৷ পথে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালকের সাথে তার তর্ক হয়৷ তর্কের জেরে স্থানীয় অন্য রিকশাচালকরা মিলে নজরুলকে পিটিয়ে গুরুতর জখম করে৷ স্থানীয় লোকজন তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ঘটনা সোনারগায়ের। তবে যেহেতু যে হাসপাতালে নেয়া হযেছে সেটা আমাদের থানার আওতাধীন তাই খবর পেয়ে লাশকে মর্গে পাঠাই ৷ আইনানুগ কার্যক্রম শেষে মরদেহটি সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে৷

তবে এ ব্যাপারে সোনারগাঁ থানার কারো সাথে যোগাযোগ করা যায় নি। ওসি মো. কামরুজ্জামানের মুঠোফোনের নম্বরে একাধিকবার কল করে তাকে পাওয়া যায় নি।

RSS
Follow by Email