রবিবার, নভেম্বর ৩, ২০২৪
বন্দর

তিতাসের কর্মকর্তাদের সাথে সাবেক কাউন্সিলর সাগরের মতবিনিময়

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে গ্যাস সংকট নিরসনে তিতাসের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন সাবেক কাউন্সিলর ফয়সাল মো. সাগর। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টায় তিতাস গ্যাস আঞ্চলিক বিপণন অফিস সোনারগাঁও (রূপসি বাস ষ্ট্যান্ড সংলগ্ন) এর ব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ আনোয়ারুল আজিমের সাথে সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ফয়সাল মো. সাগর ।

এসময় তিতাস গ্যাস প্রকৌশলীগণ দীর্ঘদিন যাবত ১৯ নং ও ২০ নং ওয়ার্ড এবং কলাগাছিয়া ইউনিয়ন এলাকার গ্রাহকগণ গ্যাস না পাওয়ার কারণ সমুহ অবহিত করেন। কারণগুলো হলো- ১) গ্যাসের মূল পাইপ লাইনের সরবরাহ চাপ কম থাকা, ২) দীর্ঘদিনের জরাজীর্ণ পাইপলাইন, ৩) পাইপ লাইনের লিকেজের কারণে পাইপ লাইনে পানি জমা, ৪) ব্যাপক অবৈধ গ্যাস সংযোগ।

প্রকৌশলীগণ আরও জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ও ২০ নং ওয়ার্ড এবং কলাগাছিয়া ইউনিয়ন হইতে গ্যাস সংকট এবং সমস্যার জন্য অফিসে অনেক অভিযোগ জমা হয়েছে। এখন পুরো বন্দরের সমস্যা চিহ্নিত করে স্থায়ী সমাধানের লক্ষ্যে নতুন পাইপ লাইন স্থাপনের জন্য জ্বালানি মন্ত্রণালয়ে প্রস্তাবনা পেশ করা হবে। বর্তমান সমস্যা সমাধানের লক্ষ্যে বন্দর সিএসডি হতে এনসিসি ১৯ নং ওয়ার্ড ও কলাগাছিয়া পর্যন্ত পাইপের লিকেজ গুলো মেরামত, পাইপের পানি অপসারণ, এবং মুল লাইনের গ্যাসের চাপ বৃদ্ধির মাধ্যমে সংকট নিরসনের চেষ্টা করতে হবে। এ ব্যাপারে এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তারা।

এ সময় স্থানীয় সাবেক কাউন্সিলর ফয়সাল মো. সাগর পরিচালককে অবহিত করেন, আঞ্চলিক অফিসের ইঞ্জিনিয়ারদের পরামর্শে ১৯ নং ওয়ার্ডের গ্যাসের চেম্বার গুলো খুলে উন্মুক্ত করে দীর্ঘ একমাস যাবত নিজ অর্থায়নে মটরের মাধ্যমে মূল পাইপ লাইনের পানি অপসারণ করা হয়েছে এবং হেড অফিসের এমডি বরাবর ও সংশ্লিষ্ট অফিসে গ্যাসের সমস্যার সমাধানের ব্যাপারে দরখাস্ত আকারে প্রেরণ করা হয়েছে। পাইপ লাইনের পানি নিষ্কাশন ও লিকেজ মেরামতে এলাকাবাসীর পক্ষ থেকে প্রয়োজনে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করা হইবে।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস প্রকৌশলী মো. শাহিন মিয়া, সুপারভাইজার মো. সাইদুর রহমান, সুপারভাইজার মো. মাসুম ও ঠিকাদার মো. মাহবুব আলম।

RSS
Follow by Email