বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
Led05রাজনীতি

তারেক-জোবাইদার সাজা: মহানগর বিএনপি‘র প্রতিবাদ ও বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের সাজার বিরুদ্ধে তাৎক্ষনিক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

বুধবার (২আগস্ট) বিকালে নগরীর খানপুর হসপিটাল রোড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

এসময় মহানগর বিএনপি’র আহবায়ক এডঃ মোঃ সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এডঃ মোঃ আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে বহু নেতাকর্মী মিছিলে অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তারেকের স্ত্রী ডা. জোবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বুধবার (২ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

RSS
Follow by Email