রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led04রাজনীতি

তল্লায় মহানগর যুবদলের মিছিল, ট্রাকে ঢিল

লাইভ নারায়ণগঞ্জ: দেশব্যাপী অবরোধের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জে অবরোধ সমর্থনে শহরের চাষাঢ়া আদমজী সড়কে মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। বুধবার (১ নভেম্বর) সকাল ৭ টার দিকে সড়কের তল্লা এলাকা থেকে এই মিছিল বের করে নেতাকর্মীরা।

মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদের নেতৃত্বে ২০ জনের একটি দল এই মিছিল করে। এসময় কয়েকটি ট্রাকে ঢিল ছুড়তে দেখা যায় নেতাকর্মীদের। পরে পুলিশ আসার পূর্বেই অবরোধ সমর্থকরা রাস্তা ত্যাগ করে।

জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নূরে আযম মিয়া জানান, মিছিলের বিষয়টি আমার জানা নেই। ওই সড়কে কোনো নাশকতার খবর পাইনি। সড়কের নিরাপত্তায় আমাদের ফোর্স রয়েছে।

RSS
Follow by Email