রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led06

তল্লায় গোডাউনে অগ্নিকান্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের তল্লা আজমেরীবাগ এলাকায় একটি থান কাপড়ের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। দুপুর ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

তবে, এ ঘটনায় থান কাপড় পুড়ে গেলেও কোন হতাহতের ঘটনা নেই।

এদিকে, সকাল সারে ৮টায় খবর পেয়ে হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সংযোগের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রামিকভাবে ধারণা করছে তারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ধোয়া দেখে গোডাউনের মালিককে খবর দেয় স্থানীয়রা। পরে মুজিবুর হোসিয়ারী এন্ড ফেব্রিক্সের মালিক মুজিবুর গোডাউন খোলে দেখে থান কাপড়ে আগুন লেগেছে। এসময় কর্মচারী ও স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে। আশেপাশের বাড়ি থেকেও পানি ফেলে আগুন নেভানোর সর্বাত্মক চেষ্টা চালায়।

গোডাউন মালিকের দাবী এই আগুনে তার কোটি টাকার মালামালে ক্ষতি সাধন হয়েছে।

ঘটনাস্থল থেকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন লাইভ নারায়ণগঞ্জকে জানান, নারায়ণগঞ্জ ও হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট মিলে ১ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। বিস্তারিত পরে বলা যাবে।

RSS
Follow by Email