শনিবার, অক্টোবর ৫, ২০২৪
Led01জেলাজুড়েসোনারগাঁ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান উল্টে আহত ২

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান উল্টে দুর্ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালকসহ হেলপার গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার(১৬ এপ্রিল) বিকেলে মহাসড়কের দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে পথচারী ও এলাকাবাসীর সহায়তায় গাড়ির চালক ও হেলপারকে হাসপাতালে প্রেরণ করা হয়।

এ সড়ক দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়েছিল। ঘটনাস্থলে পুলিশ এসে মহাসড়ক থেকে কাভার্ডভ্যানটি সরিয়ে নেয় ও যানযট নিরসন করে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) নওফেল বিন আলম জানান, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় দুজন আহত হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

RSS
Follow by Email