সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
রাজনীতি

ঢাকার প্রবেশমুখে নেতাকর্মীদের নিয়ে আজাদের অবস্থান

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

নেতা-কর্মী নিয়ে শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোডে বিক্ষোভ করেন তিনি।

পাশাপাশি তাঁর নির্দেশে ঢাকার প্রবেশমুখের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছে।

এ সময় বিএনপির নেতাকর্মীরা শ্লোগান দেন’ বাঁধা আসবে যেখানে লড়াই হবে সেখানে’। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’ একটা গুলি চললে দশটা গুলি চলবে’।

RSS
Follow by Email