বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led02স্বাস্থ্য

ডেঙ্গু পরিস্থিতিতে সিভিল সার্জন ‘সিটি কর্পোরেশন স্থবির হয়ে পড়ছে’

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান বলেছেন, নারায়ণগঞ্জে এই মুহুর্তে কিছু ডেঙ্গুর পজিটিভ টেস্ট পাওয়া যাচ্ছে, তবে সেটা খুবই সিমিত। যেহেতু বর্ষার সময় চলছে, আর আগস্ট-সেপ্টেম্বর ডেঙ্গুর সব থেকে খারাপ সিজন যায়। এই অবস্থা কেনো যেনো মনে হচ্ছে সিটি কর্পোরেশনের কাজগুলো স্থবির হয়ে পড়ছে, এদিকে খুব সচেতন হওয়া দরকার। এছাড়া নারায়ণগঞ্জে এখন ডেঙ্গুর তেমন কোন প্রকোপ নেই। আমাদের স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো প্রস্তুত আছে। প্রতিটি হাসপাতালে ডেঙ্গুর যথেষ্ট পরিমান কিড আছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এসব কথা বলেন।

ডা. এ এফ এম মুশিউর রহমান বলেন, সাধারণ মানুষের এখান থেকেই সচেতন হতে হবে। দিনের বেলায় মশারি টাঙ্গিয়ে ঘুমানো, ছাদের বাগানে পানি না জমানো, বাড়ির আঙ্গিনায় পানি জমে থাকা খেয়াল রাখতে হবে, যেসব বাথরুম ব্যবহার করা হয়না, সেগুলো অবশ্যই দুএকদিন পর পর ফ্লাস করতে হবে। কারণ বাথরুমের ওই পানিতেও এডিস মশা বংশ বিস্তার করতে পারে। যদি কারো গায়ে জ্বর থাকে তাহলে কেউ যাতে প্যারাসিটামল ছাড়া কোন ঔষধ না খায়। এবং নিকটস্থল ডাক্তারের পরামর্শ নেয়।

RSS
Follow by Email