মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
Led01জেলাজুড়েফতুল্লা

ডিসি অফিসের সামনে নির্মিত হচ্ছে ফুটওভার ব্রিজ

লাইভ নারায়াণগঞ্জ: ঢাকা-নারায়াণগঞ্জ সংযোগ সড়ক প্রকল্পের আওয়াতায় ডিসি অফিসের সামনে নির্মাণ করা হচ্ছে ফুটওভার ব্রিজ। রোজার ঈদের আগেই এর কাজ শেষ হবে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। চলতি মাসের শুরুর দিকে চালু হয় ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ। সড়ক ও জনপথ অধিদপ্তর ২ কোট ৭৫ লাখ টাকা ব্যয়ে ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হচ্ছে।

বুধবার (৬ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, নারায়াণগঞ্জ জেলা পরিষদের পাশে নির্মাণ করা হচ্ছে ব্রিজটি। এনডিই নামে ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকরা সেখানে কাজ করছে। ইতোমধ্যে, ব্রিজটি পিলার বসানো হয়েছে এবং এক পাশে কাজ করছে নির্মাণ শ্রমিকরা। ফুওভার ব্রিজটি জেলা পরিষদের সামনে থেকে ডিসি কার্যালয়ের মসজিদ পর্যন্ত নির্মাণ করা হবে।

ফতুল্লার চানমারী এলাকার বাসিন্দা রবিন হোসেন বলেন, এ সড়কটি অনেক পুরাতন। আগে রাস্তার চারপাশে বিশাল গাছ-পালা ছিল। এখন যুগের সাথে সবই পরিবর্তন হয়েছে।

তিনি বলেন, লিংক রোডের প্রকল্পের কাজ সম্পন্ন হলে, জনগণের অনেক ভোগান্তি কমে আসবে। এ সড়কটিতে একটি বা দুটি নয়, গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে একাধিক ফুটওভার ব্রিজের প্রয়োজন। প্রায়ই এখানে রাস্তা পারাপারের সময় মানুষ দুর্ঘটনার শিকার হয়।

নারায়াণগঞ্জ কলেজের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, সড়কটি বেশ উন্নয়ন করা হচ্ছে। কলেজে যাতায়াতের জন্য প্রতিদিনই ঝুঁকি নিয়ে এপাড় থেকে ওপাড়ে গিয়ে গাড়িতে উঠতে হয়। সড়কের লেন গুলোর মাঝখানে কোনো কাটা জায়গাও নেই। নির্দিষ্ট স্থান ছাড়া রাস্তা পারাপার করা যায় না।

তিনি আরোও বলেন, অনেক সময় মানুষ লেন গুলো টপকে সড়ক পাড় হয়। এ সড়কটির সাথে নারায়াণগঞ্জের অসংখ্য গুরুত্বপূর্ণ ভবন আছে। প্রতিদিন হাজার-হাজার মানুষ সড়কের এপাড় থেকে ওপাড়ে যায়। তাই এখানে আরো কয়েকটি ফুট ওভার ব্রিজের প্রয়োজন।

নারায়াণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরে উপ সহকারী প্রকৌশলী মো. নুরে আলম লাইভ নারায়াণগঞ্জকে বলেন, নির্মাণাধীন ফুটওভার ব্রিজটি ঢাকা-নারায়াণগঞ্জ লিংক রোড প্রকল্পের অংশ। এ প্রকল্পে দুটি ফুটওভার ব্রিজ নির্মিত হবে। একটি ব্রিজ সাইনবোর্ডে নির্মাণ হয়েছে ও আরেকটি ফতুল্লায় নির্মাণ করা হচ্ছে।

তিনি বলেন, ব্রিজটির দৈর্ঘ্য ৪২ মিটার এবং প্রস্থ ২.৫ মিটার। জেলা পরিষদ অফিসের সামনে থেকে ডিসি কার্যালয়ের মসজিদ পর্যন্ত এ ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। আশা করি, ব্রিজের নির্মাল কাজ রোজার ঈদের আগেই শেষ হবে।

RSS
Follow by Email