শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪
Led05জেলাজুড়েসোনারগাঁ

ডিবির হাত থেকে বাচতে ৬ তলা থেকে লাফ!

লাইভ নারায়ণগঞ্জ: জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক এড়াতে ৬ তলা থেকে লাফ দেয় রবিউল ইসলাম রবি (৩৫) নামে এক যুবক। এঘটনায় ওই যুবক গুরুত্বর আহত হন।

শনিবার (১৭ ডিসেম্বর) রাতে সোনারগাঁয়ের কাঁচপুরে জাকির খানের ভবনের মতিন খানের প্লটে এঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম কাঁচপুর এলাকার মৃত বশির খানের ছেলে। তিনি একজন কাঁচামাল ব্যবসায়ী বলে জানা যায়।

জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের একটিদল রাতে দিকে রবিউল ইসলামকে আটকের করার জন্য অভিযান চালায়। এসময় রবিউল ওই ভবনের ৬ তলায় অবস্থান করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আটক এড়াতে তিনি ভবনের ৬ ছাদে চলে যান। পুলিশ ও সোর্সরা ছাদে গেলে তিনি পাইপ দিয়ে নিচে নামতে গিয়ে হাত পঁছকে পড়ে যান।

এবিষয়ে ডিবি পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে যদি কেউ পালাতে গিয়ে আঘাত পায় সেটাতো আমাদের দোষ না। আমরা মাদক মামলার আসামীকে আটকের অভিযানে গিয়েছিলাম। রবিউলের নামের ওই ব্যাক্তির এর আগেও ১০০ কেজি মাদক উদ্ধারের মামলা আছে।

RSS
Follow by Email