সোমবার, অক্টোবর ১৪, ২০২৪
জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

ট্রাকের সাথে ইজিবাইকের ধাক্কায় নিহত ১, আহত ২

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের সাথে অটোরিক্সার ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (১ মার্চ) রাত সাড়ে ৯ টায় ডেমরামুখী শিমরাইল মোড় অংশে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় আরও ২ জন আহত হয়েছে বলে জানা যায়।

এবিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরিফুউদ্দিন গণমাধ্যমকে জানান, দ্রুতগামী একটি ট্রাক এসে অটোরিকশাতে পেছন দিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাতে থাকা আনুমানিক ৬৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। সাথে অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী আহত হয়েছে। তবে সবার নাম-পরিচয় এখনো জানা যায় নি। ট্রাকটি আটক করা হয়েছে। তবে ড্রাইভার-হেল্পার আগেই পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয় নি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

RSS
Follow by Email