বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
রাজনীতিসদর

জেল হত্যা দিবসে জেলা আ.লীগের আলোচনা সভা ও দোয়া

লাইভ নারায়ণগঞ্জ: জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ।

শুক্রবার (৩ নভেম্বর ) সকালে শহরের ২নং রেল গেইটস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ, সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম কল্পনা, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সাবেক সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হোসনে আরা বাবলী প্রমুখ।

RSS
Follow by Email