বুধবার, নভেম্বর ৬, ২০২৪
Led02রাজনীতি

জিয়াউর রহমান না থাকলে আমরা স্বাধীন দেশ পেতাম না: এড. টিপু

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে নতুন কোর্ট এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে এড. টিপু বলেন, জিয়াউর রহমান না থাকলে আমরা একটি স্বাধীন দেশ পেতাম না। আর স্বাধীন দেশ না পেলে আমরা কথা বলার সুযোগ পেতাম না। আমাদের মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন করার প্রস্ততি হিসেবে আমরা আজ এখানে একত্রিত হয়ছি।

তিনি বলেন, প্রতিবছর আমরা এই দিনে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে গরিবদের মাঝে খাবার বিতরণ করি। এবারও তাই করবো। আপনারা আমাদের সময় জানাবেন, আমরা মহানগরের নেতৃবৃন্দরা গিয়ে আপনাদের অনুষ্ঠানে সামিল হবো। যার যতটুকু সামর্থ আছে সে ততটুকু আয়োজন করবেন। আমাদের শুধু একদিন আগে জানিয়ে দিবো। আর আমরা মহানগর বিএনপির পক্ষে যেই আয়োজনটা করা হবে সেটাও আপনাদের জানিয়ে দেওয়া হবে।

RSS
Follow by Email