বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
জেলাজুড়ে

ছিনতাইয়ের অভিযোগে আটক ৩, অটোরিকশা উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ) রাতে আড়াইহাজার পৌরসভার কামরাণীরচর এলাকায় এক অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, আড়াইহাজারের খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দি গ্রামের মোতালিবের ছেলে তাবারক(২৫), উচিতপুরা ইউনিয়নের উচিতপুরা গ্রামের মোতালিবের ছেলে নবী হোসেন (৩০) এবং ফতেপুর ইউনিয়নের আমির হোসেনের ছেলে মারুফ (২০)।

পুলিশ গণমাধ্যমকে জানায়, মঙ্গলবার দিবাগত রাতে অটো রিকশাচালক তোফাজ্জল (৬০) এর অটো রিক্সাটি খড়িয়া বাজার থেকে ছিনতাইকারীরা আড়াইহাজার পৌরসভার কামরাণীরচর বাজারে যাওয়ার জন্য ভাড়া নেয়। কামরাণীরচর বাজারে যাওয়ার পথিমধ্যে একটি ফাঁকা জায়গায় গিয়ে ছিনতাইকারীরা চালক তোফাজ্জলকে এলোপাথারী মারধর করে। হাত, পা এবং মুখ বেঁধে রাস্তার ধারে তোফাজ্জলকে ফেলে দিয়ে অটো রিক্সাটি নিয়ে যায়। ওই সময় রাস্তা দিয়ে পথচারীরা হাত-পা বাঁধা অবস্থায় অটো রিক্সাচালক তোফাজ্জলকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে এবং পুলিশকে অবগত করেন। ঘটনার তথ্য পেয়ে আড়াইহাজার থানা পুলিশ কামরানিচর এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশাটি সহ তিন ছিনতাইকারীকে আটক করে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুল্লাহ বলেন, ঘটনার তথ্য পেয়েই আমরা অনুসন্ধানে নেমে পড়ি। এরপর ছিন্তাইকারীদের কামরাণীরচর এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় অটো রিক্সাচালক তোফাজ্জল বাদী হয়ে আজ (বুধবার) সকালে মামলা দায়ের করেছে।

RSS
Follow by Email