বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
Led03রূপগঞ্জ

ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে উপজেলা প্রশাসনের সভা

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ওই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাশফাকুর রহমান।

স্মরণ সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, কাজী মনিরুজ্জামান মনির, নারয়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email