চোরাগুপ্তা মিছিল ও শেখ হাসিনার বিচার দাবিতে নগরীতে বিএনপি’র বিক্ষোভ
# ফাঁসির দাবিতে শহরজুড়ে শ্লোগানে মুখর নেতাকর্মীরা
লাইভ নারায়ণগঞ্জ: সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে চোরাগুপ্তা মিছিলের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া তাকে ভারত থেকে এনে বিচারের দাবিতে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেইট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শীর্ষ নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।
বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে নেতারা বলেন, দেশব্যাপী আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশে যেসব চোরাগুপ্তা হামলা ও দমন-পীড়ন চলছে, তার বিরুদ্ধে রাস্তায় নামা ছাড়া আর কোনো পথ খোলা নেই। শেখ হাসিনাকে ভারত থেকে এনে জনগণের আদালতে বিচার করতে হবে।
বিক্ষোভ চলাকালে মিছিলকারীরা ‘শেখ হাসিনার ফাঁসি চাই, গণতন্ত্র পুনরুদ্ধার করো, ভোটাধিকার ফেরত চাই’ এমন নানা শ্লোগান দেন। পরে শান্তিপূর্ণভাবেই মিছিলটি শেষ হয়।