শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
Led05শিক্ষা

চেজার্স’র উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট, প্রথমবারেই ৮দলের অংশগ্রহণ

লাইভ নারায়ণগঞ্জ: আদর্শ স্কুল নারায়ণগঞ্জের প্রাক্তন ছাত্রদের বিনোদনমূলক সংগঠন “চেজার্স ” এর উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) ওসমানী পৌর স্টেডিয়ামে চেজার্স সিক্স এ সাইড ক্রিকেট ফেস্ট ২০২৪ আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো।

এই ক্রিকেট টুর্নামেন্টে আদর্শ স্কুল নারায়ণগঞ্জের প্রাক্তন ছাত্রদের ৮ টি দল অংশগ্রহণ করে।

দলগুলো হলো- আমরা ৯৭ আদর্শ স্কুল, আদর্শ ফোনিক্স ৯৮, স্পার্ক থান্ডার বোল্ট ২০০০, আদর্শ ফাইফার ২০০৫, আদর্শ সিক্সার্স ২০০৬, আদর্শ বয়েজ ২০০৯ এবং ষোলআনা ২০১৬। উক্ত আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে আদর্শ স্কুলের শিক্ষকবৃন্দ, এলামনাই এসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং আদর্শ স্কুলের বিভিন্ন ব্যাচের ছাত্ররা উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email