রবিবার, নভেম্বর ৩, ২০২৪
Led04জেলাজুড়েফতুল্লারাজনীতি

চিকিৎসাধীন ছাত্র নেতার খোঁজ নিলেন টিটু-রিয়াদ

লাইভ নারায়ণগঞ্জ: আন্দোলন করতে গিয়ে জেলা ছাত্রদলের সহ-সভাপতি গুলিবিদ্ধ নাঈমুর রওনক খানকে হাসপাতালে দেখতে গিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। তার সাথে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো. চৌধুরীসহ বিএনপি নেতাকর্মীরা।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রওনক্কে দেখতে যান তারা।

 

নেতৃবৃন্দ আহত রওনকের চিকিৎসার খোঁজ খবর নেন এবং আগামী দিনগুলোতে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এসময় শহিদুল ইসলাম টিটু বলেন, এদেশের ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে আমরা দ্বিতীয় বার স্বাধীনতা অর্জণ করেছি। আমরা নিহতদের শ্রদ্ধার সঙ্গে স্বরণ করছি। পাশাপাশি আমরা আহতদের পাশে থেকে সব ধরনের সহযোগী করবো।

 

নাঈমুর রওনক খান গত ৫ আগস্ট দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে আহত হয়।

RSS
Follow by Email