বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
জেলাজুড়েরাজনীতিসদর

‘চাষাড়া রেলস্টেশন থেকে সরাসরি কক্সবাজার বেড়িয়ে আসতে পারবেন’

লাইভ নারায়ণগঞ্জ : ‘উন্নয়ন আপনারা বুঝতে পারবেন আরেকবার জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে পারলে। তখন চাষাড়া রেলস্টেশন থেকে সরাসরি কক্সবাজার বেড়িয়ে আসতে পারবেন।’

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪ টায় খানপুরের বেগম নাগিনা জোহা সড়কে এক নির্বাচনী উঠান বৈঠকে এসব কথা বলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান।

এ সম্পর্কে তিনি আরও বলেন, ‘আমাদের ভোট দিতে হবে, একবার চিন্তা করে দেখতে হবে গত ১৫ বছরে কতোটা উন্নয়ন হয়েছে। আগামী ১৫ দিন বললেও শেষ হবে না কী কী উন্নয়ন হয়েছে। আমি আপার কাছে বলেছি আপা ডবল লাইন চাই না। সারা দুনিয়ায় এখন উপর দিয়ে ট্রেন চলে। আমার নারায়ণগঞ্জে যদি নিচে দিয়ে এতগুলো ট্রেন চলে, তবে মানুষ রাস্তায় চলাফেরা করতে পারবে না। আপনি আমাদের উপর দিয়ে ট্রেন চলার ব্যাবস্তা করে দেন।’

এনসিসি ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন টুলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো শহীদ বাদল (ভিপি বাদল), মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড খোকন সাহা, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক এড মাহমুদা মালা, আইন বিষয়ক সম্পাদক এড ওয়াজেদ আলী খোকন, দপ্তর সম্পাদক বিদ্যুৎ কুমার সাহা, নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি আসিফ হাসান মাহমুদ মানু, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়াজুল ইসলাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়ার সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন প্রমুখ।

RSS
Follow by Email