সোমবার, ডিসেম্বর ২, ২০২৪
Led01অর্থনীতি

চলছে বিকেএমইএ‘র এজিএম

লাইভ নারায়ণগঞ্জ: নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ এর ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শুরু হয়েছে।

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত বিকেএমইএ‘র নিজেস্ব ভবন প্রাঙ্গনে মঙ্গলবার (২৫ জুলাই) রাত পৌনে নয় টায় এজিএম শুরু হয়।

কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে সভা শুরু হশ। এরপর আসন গ্রহণ করেন সংগঠনের সভাপতি সেলিম ওসমান, নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আলী, বিকেএমইএ’র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল।

বিকেএমইএর সভাপতি সেলিম ওসমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রায় ১ হাজার সদস্য।

সাধারণ সভার সর্ব সম্মতিক্রমে কার্যবিবরণী পঠন ও অনুমোদন, বিকেরামইএ পরিচালনা পর্ষদের এজিএম- ২০২১- ২০২২ এবং ২০২২- ২০২৩ সালের কার্যক্রমের  প্রতিবেদন উত্থাপন ও অনুমোদন করা হবে। অডিটকৃত হিসাব প্রতিবেদন উত্থাপন ও অনুমোদন করা হবে। এছাড়া বিকেএমইএ’র ২০২৩-২০২৪ সালের প্রস্তাবিত বাজেট (আয় ও বায়) উত্থাপন ও অনুমোদন করা হবে। ২০২৩ ২০২৪ সালের বিকেএমইএ’র বার্ষিক হিসাব প্রতিবেদন অডিট ও প্রস্তুত করার জন্য অডিট ফার্ম নিয়োগ প্রদান এবং তাদের ফি নির্ধারন করা হবে।

এখন চলছে আলোচনা সভা।

RSS
Follow by Email