বুধবার, নভেম্বর ৬, ২০২৪
Led04রূপগঞ্জ

চনপাড়ায় আধিপত্য নিয়ে ৪জনকে গুলি, জানেনা পুলিশ

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জের চনপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৪জনকে গুলি করে আহত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২১ জুলাই) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মো. আলমগীর হোসেন (২৮), মো. হৃদয় খান (৩০), মো. ইসমাইল হোসেন (৩০), ও মো. ইলিয়াছ (১৭)। তারা সকলেই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, রূপগঞ্জের চানপাড়া এলাকা থেকে চারজন গুলিবিদ্ধ হয়ে এসেছে। চারজনকে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মো. আলম জানান, শমসের নামে এক ব্যক্তি তাদের চারজনকে লক্ষ্য করে গুলি করে। এতে আলমগীরের বাম পায়ে, হৃদয়ের কোমরে, ইসমাইলের হাতে ও ইলিয়াসের পায়ে একটি করে গুলি লাগে। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

তবে, গুলিবিদ্ধ হওয়ার কোন খবর পায়নি বলে জানান রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান। তিনি বলেন, ‘শুনেছি একটি মারামারির ঘটনা ঘটেছে। তবে, আহতের কোন তথ্য আমরা পাইনি। এবিষয়ে থানায় কেউ কোন অভিযোগ দেয়নি।’

ঘটনাস্থলে থানা থেকে কোন পুলিশও পাঠানো হয়নি বলে জানান তিনি।

RSS
Follow by Email