শনিবার, জুলাই ২৭, ২০২৪
Led02আড়াইহাজারজেলাজুড়েফতুল্লাবন্দরবিশেষ প্রতিবেদনসদরসিদ্ধিরগঞ্জসোনারগাঁসোশ্যাল মিডিয়া

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব না.গঞ্জে, বিদ্যুৎ বিচ্ছিন্ন নগরী

#ঝড়ের প্রভাব না কমলে বিদ্যুৎ সংযোগের ব্যাপারে কিছু বলা যাচ্ছে না: ডিপিডিসি

লাইভ নারায়ণগঞ্জ: ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়েছে নারায়ণগঞ্জে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে নগরীর প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন অলিগলির রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। রেমালের প্রভাবে সিটি কর্পোরেশন এলাকার খানপুর,বন্দর, সোনারগাঁও, আড়াইহাজারের বিভিন্ন এলাকায় গাছ ভেঙ্গে পড়েছে। অনেক এলাকায় পূর্ব সতর্কতা হিসেবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এতে বিপাকে পড়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)’র তথ্য মতে ‘ঝড়-বৃষ্টির প্রবণতায় কিছু জায়গায় লাইন মেরামত শেষ করতে না পারায় সংযোগ চালু করতে সময় লাগতে পারে।

জানা গেছে, রবিবার রাত থেকে নারায়ণগঞ্জে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে বিদ্যুতের অসংখ্য লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আবাসিক ভবনগুলোতে পানির সরবরাহ ব্যাহত হওয়ায় বেকায়দায় পড়েছেন নগরবাসী। অফিস, আদালতগামী কর্মজীবী মানুষদের পোহাতে হচ্ছে ভোগান্তি। অনেক শিল্প কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন।

আমরালাপাড়া এলাকার বাসিন্দা গৌরব ঘোষ বলেন, সকাল থেকে আমরা বিদ্যুৎ পাচ্ছি না। এতে রেফ্রিজারেটরে থাকা মাছ-মাংস নষ্ট হতে শুরু করছে। পানির ট্যাংকি খালি হয়ে যাওয়াতে, প্রকৃতির ডাকে সারা দিতে সমস্যা হচ্ছে। বহুতল ভবন আমাদের, তাই নিচে থেকে পানি এনে ব্যবহার করা খুবই কঠিন হয়ে পড়েছে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) নারায়ণগঞ্জ (পূর্ব) উপ-সহকারী প্রকৌশলী মো. আহমেদুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে জানান, সকাল থেকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নারায়ণগঞ্জ বেশ কিছু এলাকায় গাছ ভেঙ্গে পড়েছে। আমাদের লোকজন বৃষ্টির মধ্যে ভিজেই কাজ করছে। খানপুরে বিআইডব্লিউটিএ এদিকে গাছ ভেঙ্গে পড়ে গেছে। এখনো বলা যাচ্ছে না বিদ্যুৎ সংযোগ কখন আসবে। তবে ঝড়ের প্রভাব না কমলে বিদ্যুৎ সংযোগের ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।

RSS
Follow by Email