শনিবার, জুলাই ২৭, ২০২৪
Led04জেলাজুড়ে

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে না.গঞ্জে গাছপালার ব্যপক ক্ষতি

লাইভ নারায়ণগঞ্জ: দীর্ঘদিন পর ঘূর্ণিঝড়ের এমন প্রভাব দেখলো নারায়ণগঞ্জ। বিগত দিনে বেশ কয়েকটি ঘূণিৃঝর হলে সেগুলোর বেশি একটি প্রভাব পরেনি এই জেলায়। তবে রিমালের তান্ডব ছিলো অনেকটাই ভয়ংকর।

জানা গেছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে নারায়ণগঞ্জ শহরের বেশ কিছু স্থানে পরে গেছে বড় বড় গাছ। অনেক স্থানে গাছ পরে সৃষ্টি করেছে প্রতিবন্ধকতা। শহরের বহু এলাকায় নষ্ট হয়েছে অনেকের বাগান, ক্ষয়ক্ষতি হয়েছে ব্যপক।

মঙ্গলবার (২৮ মে) শহরের বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।

সরেজমিনে দেখা যায়, শহরের জামতলা এলাকার মোড়ে অবস্থিত নার্সারির বহু গাছ ঝরের কারণে নষ্ট হয়ে পড়ে আছে। আরেকটু এগোতেই কলেজ রোড ডাক বাংলোর পেছনে অবস্থিত জেলা পুলিশের ডাম্পিং ইয়ার্ডের সামনে পড়ে আছে বিশাল বড় একটি গাছ। অন্যদিকে, উকিলপাড়া রেল লাইনের দিকেও পড়ে আছে বেশ কয়েকটি গাছ। শুধু তাই নয়, শহরের প্রায় প্রতিটি এলাকা থেকে গাছ পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

RSS
Follow by Email