শনিবার, জুলাই ২৭, ২০২৪
Led03জেলাজুড়ে

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বেড়েছে না.গঞ্জে বিভিন্ন নদীর পানি

লাইভ নারায়ণগঞ্জ: ঘূর্ণিঝড় রিমালের কারণে ২৭ মে দিনব্যাপি নারায়ণগঞ্জ জুড়ে হয়েছে প্রবল বৃষ্টি। যার কারণে নারায়ণগঞ্জের উপর দিয়ে বয়ে চলা বিভিন্ন নদীর পানির উচ্চতা বেড়েছে।

মঙ্গলবার (২৮ মে) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সুত্রে এই তথ্য জানা গেছে।

সরকারি এই এই সংস্থাটির তথ্য মতে, নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি পানির উচ্চতা বেড়েছে মেঘনা নদীর, আর কিছুটা বৃদ্ধি পেলেই হতে পারে বন্যা। পানির বৃদ্ধির দিক দিয়ে এর পরেই রয়েছে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী, বিপদ সীমার কাছাকাছি না থাকলেও; বেড়েছে অনেকটা পানি। এদিকে, বৃষ্টিপাতের কারণে বেড়েছে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের মাঝ দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরি নদীর পানি। এছাড়া ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্য দিয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গা নদীর পানির মাত্রাও বেড়েছে।

এদিকে, টানা বৃষ্টিতে ডুবেছে নারায়ণগঞ্জ শহরের অনেক এলাকা। এমনকি মুল সড়কেও দেখা দিয়েছে জলাবদ্ধতা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, ২৭ মে ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জে প্রায় ১৫০ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে।

RSS
Follow by Email