বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫
Led05বন্দর

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান, বাস থেকে মিললো ইয়াবা

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার রাত ১টার দিকে মদনপুরের রাফি ফিলিং স্টেশনের সামনে বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। অভিযানে যাত্রী মনির সরদারের ব্যাগ থেকে ১ হাজার ৯শ’ ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানায়।

আটক মনির সরদার (৩২) শরীয়তপুরের পালং মডেল থানার ডুমসার এলাকার মৃত জামান সরদারের ছেলে।

অভিযান পরিচালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইকবাল আহমেদ দীপু। তিনি বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে মনির সরদারকে আদালতে পাঠানো হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মনির সরদার দীর্ঘদিন ধরে মাদক পাচারে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাকে শনাক্ত করে এই অভিযান চালানো হয়।

RSS
Follow by Email