রবিবার, ডিসেম্বর ১৫, ২০২৪
Led04সদর

গোগনগরে অটো চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন থেকে অনিক মিয়া (২০) নামে এক অটো চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সদর নৌ থানা পুলিশ।

সোমবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ৯ টার দিকে গোগনগর বাবুল মেম্বারের বালুর মাঠের পশ্চিম পাশের কাশিপুর খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়

নিহত অনিক পাইকপাড়া ছোট কবরস্থান এলাকার আবুল হোসেন খোকনের ছেলে। সে পেশায় একজন অটো চালক।

নিহতের পিতার আবুল হোসেন খোকন জানায়, মাঝে মধ্যে অনিক বাড়ি থেকে বেড় হয়ে ৭/৮ দিন পরে ফিরে আসতো। কিন্তু গত ১০/১২ দিন আগে বাড়ি থেকে বেড় হয়ে আর ফিরে আসেনি। মানুষের লোকমুখে শুনি নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশ একটি লাশ উদ্ধার করেছে। পরে এসে আমার ছেলেকে শনাক্ত করি।

সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানায়, গোগনগর বাবুল মেম্বারের বালুর মাঠের পশ্চিম পাশের কাশিপুর খালে একটি লাশ পড়ে আছে এই মর্মে এলাকাবাসী খবর দিলে সদর নৌ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে। পরে নিহতের বাবা এসে তার ছেলেকে শনাক্ত করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ এখনো সঠিক বলা যাচ্ছে না।

RSS
Follow by Email