সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
Led01রাজনীতি

গিয়াসউদ্দিনের উদ্দেশ্যে শামীম ওসমান ‘পলিটিক্যাল প্রস্টিটিউট’

লাইভ নারায়ণগঞ্জ: ‘ওই যে বিএনপির সভাপতি হয়েছে, এরকম অনেক লোক আছে নারায়ণগঞ্জে। তিনি এক সময় করেছেন আওয়ামী লীগ, এরপর গেছেন জাতীয় পার্টিতে, পরে বিএনপিতে। তিনি পরে আবার আওয়ামী লীগ এবং পুনরায় বিএনপিতে গেছে। এভাবে ৫-৬ বার দল বদল করেছে। এরা রাজনীতি করে নিজের স্বার্থে, নিজের আখের গোছানোর জন্য। পলিটিক্যাল ভাষায় যাকে বলা হয় পলিটিক্যাল প্রস্টিটিউট। তাই ওদের কাতারে যাও, আমার কোনও আপত্তি নাই। ওই দিকে যাও, ধানের শীষের জন্য ভোট করো, আমার আপত্তি নাই।’

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের এই কথা গুলো ধারণা করা হচ্ছে ‘বিএনপির বর্তমান সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন’কে উদ্দেশ্য করে।

রাজনীতিকে ইবাদত উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘আমি হারাম খাই না। নারায়ণগঞ্জের কোনও জায়গায় এক শতাংশ জমিও কিনিনি। নিজের বাড়ি যেটা করছি, বড় ভাই আমাকে দিয়েছিল। আমার বাবা আমাদের জন্য এক টাকা রেখে যাননি। রাজনীতিকে আমরা ইবাদত হিসেবে নিয়েছি। তাই আজকে পরিষ্কার ভাষায় একটা কথা বলতে চাই, ইলেকশন করবো কী করবো না সেটা পরের হিসাব।’

শামীম ওসমানের সঙ্গে ছবি তুলে সাধারণ জনগণের ওপর জুলুম করা হয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমার সামনে এলে দাড়ি রেখে সবাই ভালো হয়ে যায়। আমার পাশে এসে দাঁড়িয়ে একটা ছবি তুলে, পরে সেটা অফিসে টাঙিয়ে রাখে। ওই ছবিটা দিয়ে মানুষের ওপরে জুলুম করে। আর মানুষজন গালি দেয় আমার মা-বাবাকে। যারা দলীয় পরিচয়ে এসব করে বেড়ান, তাদের সুযোগ দিলাম। নিজেকে সংশোধন করুন, না হলে এই এলাকার মুরুব্বিদের নিয়ে সাথে নিয়ে আপনাদের বিতারিত করা হবে।’

জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও নিম্ন আয়ের মানুষের মাঝে খদ্যসামগ্রী উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাগলার এই কথা বলেন শামীম ওসমান।

RSS
Follow by Email