সোমবার, নভেম্বর ১১, ২০২৪
Led04সদর

খেলাফত প্রতিষ্ঠার দাবিতে নগরীতে মিছিল

লাইভ নারায়ণগঞ্জ: গাজা-লেবাননে ইসরাইলী আগ্রাসন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ও ইসলামী খেলাফত প্রতিষ্ঠার দাবিতে মিছিল করেছে ‘ইংরেজি মিডিয়াম স্কুল এন্ড স্টুডেন্ট কমিউনিটি অফ নারায়ণগঞ্জ’।

রবিবার (৬ অক্টোবর) বিকেলে মিছিলটি নগরী প্রদক্ষিন করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

মিছিলের পরবর্তি সভায় নেতৃবৃন্দরা বলেন, মুসলিমদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। বিগত এক বছরের মধ্যে প্রায় ৪৫ হাজার মুসলিমদের হত্যা করা হয়েছে। কিন্তু এ বিষিয়ে আন্তর্জাতিক মহল থেকে এই বিষয়ে কোনো সমাধান কিংবা প্রতিক্রিয়া দেখছি না। আন্তর্জাতিক মহলগুলো হলো আমেরিকা ব্রিটেনের মদতপুষ্ট, তারাও এই হত্যাযজ্ঞের সাথে জড়িত। এছাড়াও কিছুদিন আগে ভারতে আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করা হয়েছে। আজ মুসলমানদের জীবন ও আকিদা দুইটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর একমাত্র সমাধান ইসলামিক শাসন ব্যবস্থা। একমাত্র খেলাফত ব্যবস্থাই পারে ইহুদি রাষ্ট্র ইসরাইলের হাত থেকে আমাদের প্রথম কেবলা আল আকসা মসজিদ ও ফিলিস্তিনের মানুষকে মুক্ত করতে। খেলাফত রাষ্ট্র নবীর বিরুদ্ধে কটুক্তি কারীদের উপযুক্ত জবাব দেবে ইনশা-আল্লাহ। মুসলিম সেনা এবং সকল মুসলিমদের প্রতি আমাদের আহ্বান আপনারা খেলাফত প্রতিষ্ঠার দিকে এগিয়ে আসুন।

RSS
Follow by Email