খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে না.গঞ্জ বিএনপির গাড়ি বহর
লাইভ নারায়ণগঞ্জ: পূত্রবধূসহ দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তাকে অভ্যর্থনা জানাতে গাড়ি বহর নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার (৬ মে) সকালে নারায়ণগঞ্জ শহরের ডন চেম্বার এলাকা থেকে অর্ধশত গাড়ির বহর নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
শোডাউনের জন্য মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে সকালে ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় নির্ধারিত স্থানে জেলা বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেয়ার কথা।
নির্ধারিত স্থানে রওনা দেওয়ার আগে সাখাওয়াত হোসেন খান বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে জিয়া পরিবারকে নির্মূল করার জন্য খালেদা কে হত্যার জন্য জেলে রেখে স্লো পয়জন দিয়েছিল। আজকে আমাদের জন্য একটা ঐতিহাসিক দিন, আমরা আনন্দিত উদ্বেলিত। আমাদের নেত্রী সুস্থ হয়ে দেশে আসছেন। আমরা স্বাগত জানানোর জন্য এয়ারপোর্ট যাচ্ছি।’
আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে কারাগারে রেখে বেগম খালেদা জিয়াকে খাবারের সাথে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছিল। আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে আছেন। ৫ আগস্ট এর পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর খালেদা জিয়া মুক্তি পেয়ে বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আজ দেশে ফিরছেন। তাই খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিএনপি নেতাকর্মীদের সাথে সাথে সাধারণ মানুষ্ অধিক আগ্রহে অপেক্ষা করছেন। এজন্য আমরা এয়ারপোর্টে যাচ্ছি।’