বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
Led04রাজনীতি

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) বিকালে শহরের ২নং রেলগেটস্থ সোনার বাংলা মার্কেট মসজিদে ওই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া এ দোয়ার আয়োজন করেন।

দোয়ায় বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়।

দোয়ায় উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সদস্য সচিব আওলাদ হোসেন, মহানগর বিএনপির সদস্য মো: মিঠু, ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সফিউদ্দিন সোহেল, ১৬নং ওয়ার্ড বিএনপি নেতা মো: সুজন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি ফারুক চৌধুরী, সাবেক সহ সভাপতি মোস্তাক রহমান, মেহেদী হাসান, সাবেক সহ সাধারণ সম্পাদক মো: শাওন, রাজু আহমেদ রাজন, সাবেক শিল্প বিষয়ক সম্পাদক আনোয়ার গাজী, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বেপারী, ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবির দেওয়ান, ১৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রকি চৌধুরী, মো. জনি দেওয়ান, শাহিনুর ইসলাম সুমন, সোয়াদ চৌধুরী প্রমূখ।

RSS
Follow by Email