সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
Led03ফতুল্লা

কাশিপুরের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২

লাইভ নারায়ণগঞ্জ: কাশিপুরের মুসকান মোটরস নামের ব্যাটারিচালিত অটোরিকশার শো-রুমে বিস্ফোরণের ঘটনায় আরও এক ব্যক্তি মারা গেছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ২ জনে দাঁড়ালো।

দীর্ঘ ৬ দিন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল পৌঁনে ৮টায় সে মৃত্যু বরণ করেন।

নিহত ব্যক্তির নাম কামাল পাশা টিটু। সে কাশিপুরের উত্তর কাশিপুরের বাসিন্দা।

ব্যাটারিচালিত অটোরিকশার শো-রুমে ২৯ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে বিস্ফোরণের পর কামাল পাশা টিটুসহ ১৭ জনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ৭ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করেন চিকিৎসক।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কামাল পাশা টিটুর বড় ভাইয়ের ছেলে তালহা জানান, তিনি বেশ কিছু দিন যাবত আইসিইউতে ভর্তি ছিলেন। সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণে করেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরে আযম মিয়া লাইভ নারায়ণগঞ্জকে জানান, কাশিপুরের মুসকান মোটরসে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার সকালে ১ জনের মৃত্যু হয়।

 

RSS
Follow by Email