শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
Led03রাজনীতি

কালীর বাজারে হরতাল সমর্থনে জামায়াতে ইসলামী’র মিছিল

লাইভ নারায়ণগঞ্জ: হরতাল সমর্থনে নগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের মিছিল করেছে। রবিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে শহরের কালির বাজার নারায়ণগঞ্জ হাই স্কুলের সামনে প্রায় ৩০ জনের একটি ঝটিকা মিছিল শেষে দ্রুত চলে যান তারা।

এ সময় মিছিলে ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর’সহ সরকার বিরোধী নানা স্লোগান দেন তারা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্ট (অফিসার ইনচার্জ) আনিচুর রহমান মোল্লা তথ্যটি নিশ্চিত করে জানান, আমরা খবর শুনেছি মিছিলের। তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে ঘটনাস্থলে। তবে কাউকে পাওয়া যায়নি। বর্তমানে শহর জুড়ে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

RSS
Follow by Email